অনশনরত জগমোহন রেড্ডিকে মঞ্চ থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিস

অনশনরত জগমোহন রেড্ডিকে মঞ্চ থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিস

অনশনরত জগমোহন রেড্ডিকে মঞ্চ থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিসতেলেঙ্গানা ইস্যুতে ওয়াই এস আর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডিকে অনশন থেকে তুলে দিল পুলিস। বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। গতকাল রাত এগারোটা নাগাদ জুবিলি হিলসে জগনমোহন রেড্ডির বাড়িতে যায় অন্ধ্র পুলিসের একটি দল।

পুলিসের দাবি, চিকিত্সকদের পরামর্শ মতো, নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। তবে অনশন থেকে তুলে দেওয়ার সময় কোনও প্রতিরোধের চেষ্টা করেননি ওয়াই এস আর কংগ্রেস সমর্থকরা। তেলেঙ্গানার বিরুদ্ধে গত পাঁচই অক্টোবর অনশনে বসেন জগনমোহন রেড্ডি। গতকাল পরীক্ষার পর চিকিত্সকরাই তাঁকে অনশন প্রত্যাহারের পরামর্শ দেন।  

First Published: Thursday, October 10, 2013, 22:10


comments powered by Disqus