Last Updated: October 10, 2013 11:12

উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের নিখোঁজ ছয় ছাত্রী উদ্ধার হল বিহার থেকে। গতকাল রাতে ছাপড়ার একমা স্টেশন থেকে ছাত্রীদের উদ্ধার করে বিহার জিআরপি। আসানসোল স্টেশনে এরাজ্যের জিআরপির হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। এরপর জগদ্দলে নিয়ে আসা হবে তাদের। গতকাল জগদ্দলের সার্কাস ময়দান এলাকা থেকে নিখোঁজ হয় ছজন ছাত্রী।
ছাত্রী নিখোঁজের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জগদ্দল। পুলিসের দুটি জিপে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। আজ সকালে, ছাত্রী নিঁখোজের ঘটনার পুলিসি গাফিলতির অভিযোগে স্থানীয় ঘোষপাড়া রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে পুলিস।
পরে বিশাল পুলিস বাহিনী এসে অবস্থা আয়ত্তে আনে। গতকাল স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি জগদ্দলের ললিতা দেবি গার্লস স্কুলে ছয় ছাত্রী। ছয় জনই জগদ্দল সার্কাস ময়দান এলাকার বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ ছিল ক্লাস নাইনের এক ছাত্রীর মদতে বাকি পাঁচ ছাত্রীকে অপহরণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রীর বাবা ও দাদাকে গ্রেফতার করেছিল পুলিস।
First Published: Thursday, October 10, 2013, 11:14