বন্দিকে ছাড়াতে কারাগারে এলোপাথাড়ি গুলি, নিহত ৩

বন্দিকে ছাড়াতে কারাগারে এলোপাথাড়ি গুলি, নিহত ৩

বন্দিকে ছাড়াতে কারাগারে এলোপাথাড়ি গুলি, নিহত ৩ এক বন্দিকে ছাড়াবার জন্য প্রায় ৫০ জন বন্দুকবাজ হামলা চালাল ফিলিপিন্সের একটি কারাগারে। দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ ব্যক্তি। আহতের সংখ্যা ১৫।

রবিবার স্থানীয় সময় রাত ৯টায় দক্ষিণ ফিলিপিন্সের কিদাপাওয়ান শহরের একটি কারাগারে হঠাত্‍ই হামলা চালায় একদল বন্দুকবাজ। সে দেশের পুলিসের তরফে জানানো হয়েছে, এক বন্দি নেতাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যই জঙ্গি সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) এই হামলা চালিয়েছে। শুধু গুলি চালনাই নয়, কারাগারের মূল ফটকের সামনে বেশ কয়েকটি গ্রেনেড হামলা করা হয় বলেও জানিয়েছে পুলিস। যদিও পুলিসের অভিযোগ অস্বীকার করেছে এমআইএলএফ।

প্রসঙ্গত, দক্ষিণ ফিলিপিন্সেই মূলত কার্যকলাপ চালায় ইসলামিক গোষ্ঠী এমআইএলএফ। পুলিসের একাংশের অবশ্য বক্তব্য, ওই এলাকায় কমপক্ষে ৩টি জঙ্গি গোষ্ঠী ও বহু অপরাধ চক্র রয়েছে। তাই এদিনের হামলা কারা ঘটিয়েছে, তা এখনই বলা মুশকিল।

First Published: Monday, February 20, 2012, 16:35


comments powered by Disqus