Last Updated: July 26, 2013 21:24

দুটো আলাদা মাথা। কিন্তু জোরা রয়েছে গলার কাছে। এমনই বিরল কনজয়েন্ড টুইনসের জন্ম দিলেন জয়পুরের এক মহিলা। জন্মের পর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সদ্যজাত শিশু দুটি।
মাথা আলাদা হলেও তাঁদের হৃত্পিণ্ড একটাই। পাকস্থলীও একটা। তবে খাদ্যনালী দুটো, স্নায়ুতন্ত্রও পৃথক। তারা ছেলে। জন্মের পর থেকেই আশঙ্কাজনক। চিকিত্সকরা এরমধ্যেই জানিয়ে দিয়েছেন, শিশুদুটিকে অস্ত্রপচার করে আলাদা করা সম্ভব নয়। রাজস্থানের টঙ্কে বুধবার জন্মানো শিশুদুটির বাঁচার আশাও ক্ষীণ বলে জানিয়েছেন জয়পুরের লোন হাসপাতালের শিশু চিকিতসক জে কে লোন। তিনি জানান এই ধরনের অবস্থাকে বলা হয় ডায়সেফেলিক প্যারাপাগাস। ভারতের ইতিহাসে মাত্র দুবার এরকম হয়েছে বলেন জানান তিনি। জয়পুরের ইতিহাসে প্রথম।
First Published: Friday, July 26, 2013, 21:24