"স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস"

"স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস"

জয়পুরের অমানবিকতায় গতকালই হারিয়েছেন স্ত্রী, কন্যাকে। আজ স্বজনহারা কানহাইয়া লাল রাইগার একেবারে কাঠগড়ায় তুললেন পুলিস-পথচারীদের ঔদাসিন্য, অনুভুতিহীনতাকে।

একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাইগার বলেন, "অ্যাম্বুলেন্স নয়, স্ত্রী-কন্যাকে হাসপাতালে নিয়ে যেতে পুলিস তাঁদের পিক আপ ভ্যানে তোলে। স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস। তারপর হাসপাতালে নিয়ে যায়।"

তিনি আরও জানান, পুলিস ঘটনার প্রায় ২০ মিনিট পর পৌঁছয়। ততক্ষণে তাঁর ২৬ বছরের স্ত্রী ও আট মাসের শিশুকন্যা মারা গিয়েছেন।

তাঁর আফশোষ, দ্রুত ব্যবস্থা নিলে হয়ত বাঁচাতে পারতেন স্ত্রী, কন্যাকে।

First Published: Tuesday, April 16, 2013, 17:06


comments powered by Disqus