Jamsedhpur accident

জামশেদপুরে দুর্ঘটনায় মৃত ৭

Tag:  jamsedhpur accident
বরযাত্রীর প্রশেসনে ট্রাকের ধাক্কা। ঘটনায় মৃত্যু হল ৭ জনের । ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ধানবাদের নিরসায়। গতকাল রাত ১১ টা নাগাদ জামশেদপুর থেকে বরযাত্রীর একটা প্রশেসন যাচ্ছিল নিরসায়। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা মারে প্রশেসনে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও দুজনের। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ভর্তি করা হয়েছে পাটলিপুত্র মেডিক্যাল কলেজে। ঘটনার প্রতিবাদে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

First Published: Saturday, April 19, 2014, 15:46


comments powered by Disqus