Last Updated: January 5, 2014 10:57

জঙ্গলমহলে দ্রুত গতিতে হচ্ছে উন্নয়ন। মুখ্যমন্ত্রীর এই দাবিকে নস্যাত্ করে দিল শনিবারের একটি ঘটনা। চিকিত্সার অভাবে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকল রোগী।
এদিন সন্ধ্যায় ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা প্রসেনজিত্ চক্রবর্তীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতলে। অভিযোগ, চিকিত্সা তো দূর বারবার বলা সত্ত্বেও হাসপাতালে ভর্তি অবধি নেওয়া হয়নি প্রসেনজিত্বাবুকে। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ তাঁকে হাসপাতালের বাইরেই ফেলে রাখা হয় বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় আধঘণ্টা পর চিকিত্সা শুরু হয় প্রসেনজিত্ চক্রবর্তীর।
First Published: Sunday, January 5, 2014, 10:57