Japanese airline ANA pulls `racist` advert after complaints it stereotyped foreigners as having big

নিজের নাক কেটে বিমানসংস্থার যাত্রা ভঙ্গ

Tag:  APA Air way Japan
নিজের নাক কেটে বিমানসংস্থার যাত্রা ভঙ্গ সংস্থাটি একটি বিজ্ঞাপন এনেছিল তাঁদের প্রচারের জন্য। আন্তর্জাতিক স্তরে সংস্থার পরিষেবার প্রচার ছিল তাঁর লক্ষ্য। কিন্তু জাতিগত ভাবাবেগে আঘাত লাগায় বিপাকে সংস্থাটি। এখন বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইতে হচ্ছে কতৃপক্ষকে।

অভিযোগ জাতিগত ভাবাবেগে আঘাত লেগেছে। তাই সরাতে হল জাপানি বিমান সংস্থার বিজ্ঞাপন।বিজ্ঞাপনটিতে এক বাদামি চুলের মানুষের লম্বা নাক দেখানো হয়েছে। মঙ্গলবার বিমানসংস্থার তরফে বিজ্ঞাপন টি প্রকাশের জন্য ক্ষমা চাওয়া হয়েছে।

অল নিপ্পন এয়ারওয়েস সংস্থাটি তাঁদের আন্তর্জাতিক ব্যাপ্তি দেখানোর জন্য লম্বা নাকের লোকটির ছবি বিজ্ঞাপনের বিষয় হিসাবে বেছে নেয়। বিপত্তি ঘটে সেখানেই। ঐ বিজ্ঞাপন সংস্থার লম্বা নাকওয়ালা পাইলট বিজ্ঞাপনে এসেছেন। কথা বলছেন ইংরাজিতে। নিচে জাপানী ভাষায় সাব টাইটেল। তাতে `ইংলিশ ম্যান` দেরকে অসম্মান করা হয়েছে। অভিযোগ করা হয়েছে এমনটাই।


First Published: Wednesday, January 22, 2014, 13:40


comments powered by Disqus