বিরল অস্ত্রপচারে সুস্থ জার্নিস, Jarnis recovers with rare surgery

বিরল অস্ত্রপচারে সুস্থ জার্নিস

বিরল অস্ত্রপচারে সুস্থ জার্নিসদেড় বছরের শিশু কন্যা জার্নিস। জন্মের পর থেকেই ক্রমশ নীল হয়ে যাচ্ছিল। ডাক্তারি পরিভাষায় ব্লু বেবী। হার্টে ছিদ্রের পাশাপাশি দূষিত রক্ত পৌঁছোচ্ছিল না ফুসফুসে। বিরল অস্ত্রপচারের পর সুস্থ হয়ে ছোট্ট জার্নিস বাবা মায়ের সঙ্গে ফিরে যাচ্ছে পাকিস্তানের কোয়েটোর বাড়িতে।

First Published: Saturday, November 5, 2011, 16:10


comments powered by Disqus