Last Updated: February 25, 2013 20:45

গুয়াহাটি থেকে শুরু হওয়া সিপিআইএমের জাঠা আজ পৌঁছল কোচবিহারের বক্সিরহাটে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খাদ্য নিরাপত্তার দাবি, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করার দাবিতে গুয়াহাটি থেকে জাঠা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি।
পয়লা মার্চ এই জাঠা পৌঁছবে কলকাতায়। এরপর রওনা দেবে দিল্লির উদ্দেশে। অসম থেকে আসা জাঠার নেতা উদ্ধব বর্মনের হাতে পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান সিপিআইএম পলিটব্যুরো সদস্য নিরুপম সেন। আজ কোচবিহারে থেকে কাল জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেবে জাঠা।
First Published: Monday, February 25, 2013, 20:45