জওয়ানের মৃত্যু: বনগাঁ জুড়ে এখন শোক

জওয়ান হত: বনগাঁ জুড়ে এখন শোক

জওয়ান হত: বনগাঁ জুড়ে এখন শোক বিহারের জামুইয়ে কুন্দর হল্টের কাছে মাওবাদী হামলায় নিহত আরপিএফ জওয়ান সুখনাথ দেবনাথের বাড়িতে এখন শোকের ছায়া। বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁর গোপালনগর থানার চক-চৌবেড়িয়া গ্রামের বাড়িতে পৌঁছোয় তাঁদের একমাত্র ছেলের মৃত্যুসংবাদ। আর সেই থেকে বাকশক্তি হারিয়েছেন সুখনাথ দেবনাথের বাবা-মা। শুধু দেবনাথ পরিবার নয়।

পাড়ার খুব কাছের মানুষের এভাবে চলে যাওয়ায় শোকাহত গোটা গ্রাম। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন সুখনাথ দেবনাথ। তাঁর মৃত্যুতে চরম অসহায় অবস্থার মধ্যে গোটা দেবনাথ পরিবার। আজই সম্ভবত নিহত আরপিএফ জওয়ানের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  

First Published: Friday, June 14, 2013, 12:52


comments powered by Disqus