Last Updated: October 7, 2011 11:19

ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হল সশস্ত্র সীমা বলের চার জওয়ানের। আজ সকাল পৌনে দশটা নাগাদ দান্তেওয়াড়ার জগদলপুরে গিদাম রোডে জাতীয় সড়কের উপর হামলা চালায় মাওবাদীরা। ঘটনাস্থলেই মারা যান এসএসবির চার জওয়ান। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। অকুস্থলে পৌঁছেছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। সূত্রে খবর, মাওবাদী দমনে মোতায়েন এসএসবি বাহিনীকে মিনিট্রাকে অসমে পাঠানোর সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
First Published: Friday, October 7, 2011, 19:49