Last Updated: December 30, 2012 00:00

দিল্লিতে নির্যাতিতা তরুণীর মৃত্যুর প্রতিবাদে পথে নামল মুম্বই। সন্ধেয় মোমবাতি মিছিলে সামিল হন বহু মানুষ। মিছিলে হাজির ছিলেন জয়া বচ্চন, হেমা মালিনী, ওম পুরীসহ বিশিষ্টজনেরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জয়া বচ্চন। এই লজ্জা যেন আমাদের বিবেককে জাগিয়ে দেয়, বললেন হেমা মালিনী।
অভিনেত্রী সাবানা আজ একটি টুইট করেন। তাঁর টুইটে তিনি সিনেমা এবং থিয়েটার জগতের সমস্ত কলাকুশিলবদের সঙ্গেই মুম্বইয়ের সাধারণ মানুষকে মেয়েটির মৃত্যুর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। জুহু বিচের গান্ধী মূর্তির পাদদেশে মুম্বইয়ের রুপোলী জগতের মানুষদের সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ মানুষও।
আজকের এই প্রতিবাদে যোগ দেন কৈলাশ খের থেকে শুরু করে জাভেদ আখতার, কুণাল কাপুর, সোনু নিগম, সতীশ কৌশিকের মত আরও বহু তারকারা।
First Published: Sunday, December 30, 2012, 00:00