বুধবার থেকে শুরু জয়চণ্ডী পাহাড় পর্যটন উত্‍সব, Jaychandi Tourism Festival starts from Wednesday

বুধবার থেকে শুরু জয়চণ্ডী পাহাড় পর্যটন উত্‍সব

বুধবার থেকে শুরু জয়চণ্ডী পাহাড় পর্যটন উত্‍সববুধবার থেকে পুরুলিয়ায় শুরু হয়েছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উত্‍সব। এই বছর ৬ বছরে পা দিল এই মেলা। পুরুলিয়া জেলার আদ্রা ও রঘুনাথপুর শহরের মধ্যবর্তী স্থলে অবস্থিত জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের টানে প্রতি বছর এখানে আসেন বহু মানুষ। শীতের সময় পর্বতারোহীরাই ভিড় করেন পাহাড়ের কোলে। এখানে ক্যাম্প করে, চলে পর্বতারোহন প্রশিক্ষণ। সত্যজিত্‍ রায়ের হিরক রাজার দেশের বেশকিছু দৃশ্যের শ্যুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়ে। এই মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদেরও উত্‍সাহের শেষ নেই। এবছর এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়াবিদ পি কে ব্যানার্জি। প্রতিবারের মত এবছরও মেলায় থাকছে নাগোরদোলা, মনিহারি দোকানের পশরা। রয়েছে খাবারের স্টল এবং সাঁওতালি হস্তশিল্পের পশরা। এছাড়া এই পর্যটন মেলার আলাদা আকর্শন হল সাংস্কৃতিক অনুষ্ঠান। নামি-দামি শিল্পীদের পাশাপাশি, এখানে অনুষ্ঠান করেন জেলার শিল্পীরাও। রবিবার পর্যন্ত চলবে এই মেলা।





First Published: Friday, December 30, 2011, 14:41


comments powered by Disqus