প্রণবে না মমতার, সাংমার হয়ে ময়দানে আম্মা

প্রণবে না মমতার, সাংমার হয়ে ময়দানে আম্মা

প্রণবে না মমতার, সাংমার হয়ে ময়দানে আম্মাঅবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পছন্দের প্রার্থীর বিষয়ে নীরবতা ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রণব মুখোপাধ্যায় নন, প্রার্থী হিসেবে তাঁর পছন্দের তালিকায় রয়েছেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও রাষ্ট্রপতি পদে তাঁর কাছে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার জানিয়ে দিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী করা হলে, তা পুরোপুরি কংগ্রেসের সিদ্ধান্ত হবে।


প্রণবে না মমতার, সাংমার হয়ে ময়দানে আম্মা
অন্যদিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এনসিপি নেতা পি এ সাংমার নামও উঠে আসছে জোরাল ভাবে। তাঁর পিছনে এআইএডিএমকে নেত্রী জয়ললিতা ও বিজেডি নেতা নবীন পট্টনায়েকের সমর্থন তো রয়েইছে, বিজেপিও সাংমাকে সমর্থন করতে পারে বলে বিশেষ সূত্রে খবর। এই ইস্যুতে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে কথা বলেছেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা। পি এ সাংমাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে বিজেপির তেমন কোনও আপত্তি নেই বলে জানা গিয়েছে। তবে এব্যাপারে এনডিএ-র শরিকরা সহমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন লালকৃষ্ণ আদবানি।

ইউপিএ এবং এনডিএ জোটের বাইরে থাকা দলগুলিকে পি এ সাংমার পক্ষে রাজি করাতেও তত্‍পর জয়ললিতা-নবীন পট্টনায়েক, দুজনেই। ইতিমধ্যে সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, বর্ষীয়ান সিপিআই নেতা এবি বর্ধন, টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদব সহ বহু রাজনৈতিক দলের সঙ্গে এবিষয়ে ফোনে কথা বলেছেন জয়ললিতা। তবে এখনও কোনও ঐকমত্য হয়নি।





First Published: Monday, May 21, 2012, 12:55


comments powered by Disqus