Last Updated: May 14, 2012 12:45

প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। নিহতের নাম শৌকত খাঁ। বাড়ি ফেরার সময় অটো থেকে নামিয়ে বছর চল্লিশের শৌকত খাঁকে খুন করে তিন দুষ্কৃতী। জয়নগরের পশ্চিম রূপনগরের বাসিন্দা তিনি।
নিহত শৌকত খাঁ-কে দলীয় কর্মী বলে দাবি করেছে এসইউসিআই। ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে দক্ষিণ বারাসত -মহিষমারি রোড অবরোধ করেন স্থানীয় মানুষ। পরে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পৌঁছেছে পুলিস বাহিনী।
First Published: Monday, May 14, 2012, 12:52