Last Updated: May 30, 2013 21:32

তৃণমূল ও বিজেপির মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা নিয়ে আগেই তোপ দেগেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার, একই অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এখন দুটি মুখ। একদিকে তৃণমূল। অন্যদিকে বিজেপি।
হাওড়ার জনসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের অভিযোগ ছিল, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে তৃণমূল কংগ্রেস। প্রায় একই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের গলাতেও। শুধু এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী ঘণিষ্ঠ এই নেতা। তাঁর দাবি, এই সরকারের আয়ু আর মাত্র এক বছর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর অভিযোগ, পঞ্চায়েত ভোট হোক চাইছে না তৃণমূল কংগ্রেস।
সরকার ভোট চাইছে না। তবে, এ দিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর আক্রমণের মূল নিশানা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
First Published: Thursday, May 30, 2013, 21:32