Last Updated: January 25, 2012 19:06

রাজ্যে ধান কেনার পদ্ধতির মধ্যেই গলদ রয়েছে। ধান সংগ্রহের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যবহার করুক রাজ্য সরকার। বুধবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। কেন্দ্রীয় টাকায় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখতে বুধবার পুরুলিয়া সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।
ধানের সহায়ক মূল্য না-পেয়ে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। সরব বিরোধীরা। ধানের সহায়ক মূল্য বিতর্কে মুখ খুলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ জানিয়ে দিলেন, রাজ্যে ধান সংগ্রহের প্রক্রিয়াতেই গলদ রয়েছে। বাম আমলে ধান সংগ্রহে স্বনির্ভর গোষ্ঠীগুলি অংশগ্রহণ করলেও, নতুন সরকার সে পথে হাঁটেনি। চালকল এবং সমবায় সমিতির মাধ্যমে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু চালকলে ধান পৌঁছনোর খরচ জোগার করতে অসুবিধায় প়ড়ছেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রী মনে করেন, ধান সংগ্রহের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগালে সাফল্য মিলবে।
রাজ্যে অনিয়মিত ভাবে বার্ধক্য ভাতা প্রদান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর মন্তব্য, পঞ্চায়েতে রাজনীতিকরণ বহু ক্ষেত্রেই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা দূর করতে প্রশাসনের নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন জয়রাম রমেশ।
First Published: Wednesday, January 25, 2012, 19:06