Last Updated: April 29, 2013 23:06

ফের জেল হেফাজতে গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না। আগামী ১৩ মে পর্যন্ত মুন্নার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর পুলিস কোর্টের বিচারক।
মুন্নার মা ক্যান্সারে আক্রান্ত। মুন্নার নিজে ব্লাডসুগার ৪০০। এই দুটি বিষয়ের কারণে তাঁর জামিন মঞ্জুরের আবেদন জানানো হয়। আদালতে মুন্নার আইনজীবীর এই আর্জি খারিজ হয়ে যায়। আগামিকাল অন্য একটি মামলায় আলিপুর জজ কোর্টে হাজির করা হবে মুন্নাকে। আগামিকালও মুন্নার জামিনের আর্জি পেশ করা হবে বলে জানিয়েছেন আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়।
First Published: Monday, April 29, 2013, 23:06