জেলিফিশদের দাপটে সুইডিশ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে শাটডাউন

জেলিফিশদের দাপটে সুইডিশ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে শাটডাউন

জেলিফিশদের দাপটে সুইডিশ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে শাটডাউন ফের শাটডাউন। তবে এই শাটডাউনের পিছনে কোনও রাজনৈতিক মতভেদ নেই। তার বদলে র‍য়ছে কিছু সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর খেয়াল-খুশি।

বিশাল সংখ্যক জেলিফিশ বাসা বেঁধেছে একটি সুইডিশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঠাণ্ডা জলের রিসার্ভারে। যার ফলে বাধ্য হয়েই ওকেজি নামের ওই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

ঠাণ্ডা জলের রিসার্ভারে জেলিফিসরা ঘাঁটি গাড়ার ফলে কন্ডেনসারকে ঠাণ্ডা রাখার জন্য প্রয়োজনীয় জল আর সরবারহ করা যাচ্ছে না। বড়সড় দুর্ঘটনা এড়াতে আগেভাগেই তাই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

ওকেজি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যতদ্রুত সম্ভব এই জেলিফিশদের সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

গোটা সুইডেনের ১০% বিদ্যুতের সরবারহ করা হয় এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। ফলত জেলিফিশদের দাপটে `শাটডাউন` হয়ে যাওয়ার ফলে বিশাল সংখ্যক মানুষ অসুবিধার মধ্যে পড়বেন বলে অনুমান করা হচ্ছে।


First Published: Saturday, October 5, 2013, 18:08


comments powered by Disqus