Last Updated: May 22, 2014 11:22

---------------------------------------------
নেহাতই ঠাট্টার সুরে যে কথাটা বলেছিলেন, সেটাই বুমেরাং হয়ে ফিরে এল এখন হলিউডের এক নম্বর নায়িকা জেনিফার লরেন্সের দিকে। কান চলচ্চিত্র উত্সবে এক পার্টিতে অস্কার জয়ী জেনিফার গ্র্যাভিটির পরিচালক অ্যালফোনসো কুয়রোঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই উচ্ছ্বাসের মাত্রায়া উঁচুতে উঠতে উঠতে ধর্ষণের মত মারাত্মক মন্তব্যে গিয়ে পৌঁছয়।
পার্টিতে হাসতে হাসতে ২৩ বছরের জেনিফার জানান, পরিচালক অ্যালফোনসো কুয়রোঁকে প্রথম সাক্ষাতে তিনি বলেছিলেন, আমি আমার ধর্ষণের আনন্দের চিত্কারটা তোমার জন্য তুলে রেখেছি। ( জেনিফার ঠিক যে কথাটি অ্যালফোনসো কুয়রোঁকে বলেন, (`I broke out my rape scream for you!`)। এ বছর অস্কারে অ্যালফোনসো কুয়রোঁ পরিচালিত গ্র্যাভিটি সাতটি অস্কার জেতে। অ্যালফোনসো কুয়রোঁ জেতেন সেরা পরিচালকের পুরস্কার।

১৭ মে কান চলচ্চিত্র উত্সবের ভ্যানিটি পার্টিতে করা জেনিফারের এ হেন মন্তব্য নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। ২০১৩ অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা জেনিফারের কোন ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট নেই, তাই তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। বেজায় বিপাকে পড়েছেন জেনিফারের পিআর সংস্থা।
First Published: Thursday, May 22, 2014, 11:24