প্লেন সফর এ বার মাত্র ১৭৭৭ টাকায়

প্লেন সফর এ বার মাত্র ১৭৭৭ টাকায়

প্লেন সফর এ বার মাত্র ১৭৭৭ টাকায়সস্তার বিমান পরিষেবায় বিপ্লব আনতে নতুন উদ্যোগ জেট এয়ারওয়েজ। কড়া প্রতিযোগিতার বাজারে সবচেয়ে সস্তায় বিমানের টিকিট দেওয়ার কথা ঘোষণা করল জেট এয়ারওয়েজ। মাত্র ১৭৭৭ টাকার টিকিটে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাবে। সস্তার বিমান সফরের টিকিটের অফারে রাখা হয়েছে তিনটি ভাগ।

৭৫০ কিলোমিটারের কম দূরত্বে যাতায়াতের জন্য টিকিটের দাম করা হয়েছে ১ হাজার ৭৭৭ টাকা। ৭৫০ কিমি থেকে ১০০০ কিমি পর্যন্ত টিকিটের দাম ২ হাজার ৭৭৭ টাকা। ১০০০ কিমির ওপরে টিকিটের সর্বনিম্ন দাম করা হয়েছে ৩,৭৭৭ টাকা।

আগামী সপ্তাহের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে এই সস্তার টিকিটের বিমান পরিষেবা। ৯ তারিখের আগেই কেটে ফেলতে হবে টিকিট। যাত্রার তারিখ বদল করলে দিতে হবে ১২০০ টাকা। মোট সাত লাখ টিকিট ছাড়া হয়েছে।

First Published: Saturday, August 3, 2013, 16:45


comments powered by Disqus