৬০ মাসে ভাগ্য ও ভবিষ্যৎ দুই পাল্টে দেওয়ার আশ্বাস মোদীর

৬০ মাসে ভাগ্য ও ভবিষ্যৎ দুই পাল্টে দেওয়ার আশ্বাস মোদীর

৬০ মাসে ভাগ্য ও ভবিষ্যৎ দুই পাল্টে দেওয়ার আশ্বাস মোদীরকংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মুজফফর নগরে সাম্প্রদায়িক হিংসার পেছনে আইএসআই এর যোগের কথা বলেন রাহুল। রাজনৈতিক মহলে আওয়াজ ওঠে অনেক। রাহুলকে এক হাত নিয়ে মোদী বলেন, "যাদের সঙ্গে আইএসআই যোগাযোগ করে তাঁদের নাম বলুন। না হলে তাঁদের অসম্মান করার জন্য ক্ষমা চান।"

৬০ মাসে ভাগ্য বদলে দেব

কংগ্রেসের ঔদ্ধত্য, সপার একচ্ছত্র রাজনীতি এসব কিছুই আপনাদের চাহিদা মেটাতে পারবে না। আমাদের সুযোগ দিন ৬০ মাসে বুন্দেলখন্ডের ভাগ্য পাল্টে দেব।

কংগ্রেস, সপাকে ভুলে যাওয়ার সময় এসেছে

উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টিকেও কড়া শুনিয়েছেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তিনি বলেন, "উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির সময় শেষ হয়েছে।"

আবেগ জেতার চেষ্টা

বুন্দেলখন্ডের মানুষের আবেদ জিতে নিতে ভাষণে চমক দেন গুজরাত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমার বুন্দেলখণ্ড আসার উদ্দেশ্য গরীব মানুষের চোখের জল মোছার।"

First Published: Friday, October 25, 2013, 18:26


comments powered by Disqus