Last Updated: March 28, 2013 13:58

ঝাড়খন্ডের ছাতরা জেলার একটি গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে তৃতীয় প্রস্তুতি কমিটির (টিপিসি) সঙ্গে গুলিযুদ্ধে মারা গেলেন ১০জন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা। টিপিসি প্রকৃতপক্ষে সিপাআই (মাওবাদী)-এরই একটি বিক্ষুব্ধ গোষ্ঠী। গত কিছুদিন যাবত ঝাড়খন্ডের মাওবাদী অধুষ্যিত অঞ্চলে এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধিতা চরমে উঠেছিল।
ছাপরা জেলার ডিজিপি রাজীব কুমার জানিয়েছেন আজ ভোর রাতে ঝাড়খন্ড থেকে বিহারে পালানোর সময় লাকরামান্ডা গ্রামে এই মাওবাদী নেতাদের ধরে ফেলে টিপিসির সদস্যরা। দু`পক্ষের মধ্যে এরপর গুলির লড়াই শুরু হয়। প্রায় একঘণ্টা ধরে চলে গুলি যুদ্ধ।
বুধবার সকালে ঝাড়খন্ডের সশস্ত্র পুলিস ও কোবরা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে একে ৪৭ সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
First Published: Thursday, March 28, 2013, 14:10