পাকিস্তানে বাড়িতে বাড়িতে প্রচার চালাচ্ছে আল কায়েদা

পাকিস্তানে বাড়িতে বাড়িতে প্রচার চালাচ্ছে আল কায়েদা

পাকিস্তানে বাড়িতে বাড়িতে প্রচার চালাচ্ছে আল কায়েদাপাকিস্তানে একটি উর্দু পত্রিকার মাধ্যমে ইসলামিক জিহাদের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠন আল কায়েদা। ইসলামাবাদের একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের শহরগুলিতে ডাকযোগে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে এই পত্রিকা। ২০০ পৃষ্ঠার এই উর্দু পত্রিকার নাম `হিতিন`। গত মাসে পত্রিকাটির সপ্তম সংখ্যায় একটি নিবন্ধে জিহাদের পক্ষে প্রচার ও নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের গুণকীর্তন করা হয়েছে। শুধু তাই নয়, পত্রিকাটিতে কুয়েতের ইসলাম বিষয়ক মন্ত্রকের প্রাক্তন কর্তা তথা বর্তমানে আল কায়েদার সদস্য শেখ খালিদ বিন আবদুল রহমান আল হুসেনের একটি সাক্ষাত্কারও ছাপা হয়েছে বলে খবর।

`হিতিন` পত্রিকাটির একটি সম্পাদকীয়তে লেখা হয়েছে, এটা ঠিক নয় যে লাদেনের মৃত্যুর পর `মুজাহিদিন` শক্তি দুর্বল হয়ে পড়েছে। `মুজাহিদিন` তাদের সর্বশক্তি দিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলি থেকে যতদিন না মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, ততদিন লড়াই চলবে। পত্রিকাটির একটি প্রবন্ধ বলছে, মুসলিমদের হয়ে লড়াই করার জন্য আরও একজন লাদেন প্রয়োজন। গোটা বিশ্বে আল কায়েদার শাখাগুলির কার্যকলাপকে ধন্যবাদও জানিয়েছে পত্রিকাটি। পাক পুলিস সূত্রে জানা গিয়েছে, `হিতিন` পত্রিকাটি চালু হয়েছিল গত বছর জুনে। পত্রিকাটিতে কোনও সম্পাদকের নাম নেই। পত্রিকাটির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে নেওয়া। খুব তাড়াতাড়িই এই পত্রিকার সম্পাদককে চিহ্নিত করা হবে বলেও জানিয়েছে পুলিস।

First Published: Monday, January 9, 2012, 20:12


comments powered by Disqus