Last Updated: June 11, 2013 11:46

কয়লা দুর্নীতি কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। প্রাক্তন কয়লা প্রতিমন্ত্রী দাশারি নারায়ণ রাও ও সাংসদ নবীন জিন্দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই।
সেইসঙ্গে কলকাতা, হায়দরাবাদ, দিল্লি ১৫ টি জায়গায় তল্লাসি চালাচ্ছে সিবিআই গোয়েন্দারা। জিন্দাল স্টিল পাওয়ার লিমিটেড সহ তিনটি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে।
কয়লা কেলেঙ্কারিতে জিন্দাল গোষ্ঠীর ওপর সিবিআই গোয়েন্দাদের নজর পড়ায় ধাক্কা লেগেছে শেয়ার সূচকে। ইতিমধ্যেই ১৯ শতাংশ শেয়ার পড়েছে সংস্থার। গতবছর মার্চে ক্যাগ জানায়, ২০০৪-০৯ সালে নিলাম ছাড়া ১০০টি প্রাইভেট-পাবলিক সংস্থাকে কয়লা ব্লক চুক্তি পাইয়ে দেওয়ার ১০.৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।
First Published: Tuesday, June 11, 2013, 13:38