Last Updated: December 21, 2012 10:38

প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক যীশু দাশগুপ্ত। শুক্রবার ভোর ছ`টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল তিপান্ন বছর। বেশকিছু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।
ক্যামেরাম্যান হিসেবে কর্মজীবনের শুরু যীশু দাশগুপ্তর। পরে পরিচালনার কাজ হাত দেন তিনি। বিভিন্ন টিভি চ্যানেলে একাধিক সিরিয়াল পরিচালনা করেছেন যীশু। যার মধ্যে অন্যতম কুয়াশা যখন, তিথির অতিথি, দে-রে। ছোট পর্দার সঙ্গে সঙ্গে বড় পর্দাতেও ছবি পরিচালনার কাজ করেছেন তিনি।
একজন দক্ষ পরিচালকের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন যীশু দাশগুপ্ত। এছাড়া আদালত ও একটি মেয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।
First Published: Friday, December 21, 2012, 10:38