Last Updated: September 21, 2013 14:04
ধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল যোধপুর পার্ক বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা। আজ সকাল সাড়ে আটটা নাগাদ ওই এলাকার প্রায় দশ ফুটের ওপর রাস্তায় ধস নামতে শুরু করে।
ধসের জেরে রাস্তার ওপরই ভেঙে পড়ে একটি লাইট পোস্ট, একটি দোকান ও একটি গাছ। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল, ও পুরসভার কর্মীরা। দশটা নাগাদ রাস্তার একটা অংশ খুলে দেওয়া হয়। কিন্তু এখনও একটি অংশে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।
First Published: Saturday, September 21, 2013, 14:04