চলে গেলেন জো ফ্রেজিয়র, joe frazier dead at 67

চলে গেলেন জো ফ্রেজিয়র

চলে গেলেন জো ফ্রেজিয়রসতীর্থরা তাঁকে নাম দিয়েছিলেন স্মোকিং জো। তাঁর বিরুদ্ধেই বক্সিং রিংয়ে প্রথম বার হেরেছিলেন সেই সময়ের এক নম্বর বক্সার মহম্মদ আলি। সেই হেভিওয়েট বক্সিং
চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়র শেষ পর্যন্ত পরাজিত হলেন লিভার ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে। তাঁর বয়স ছিল সাতষট্টি। উনিশো চৌষট্টিতে প্রথম বার অলিম্পিকে হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। মহম্মদ আলির আলির বিরুদ্ধে তাঁর বিশ্বচ্যাম্পিয়নশিপ সিরিজ ছিল বিশ্ব জোড়া আলোচ্য বিষয়। সিরিজে এক বার জিতেছিলেন জো, বাকি দুবার মহম্মদ আলি।

First Published: Wednesday, November 9, 2011, 12:31


comments powered by Disqus