Last Updated: January 4, 2013 20:08

ফের বিতর্কের কেন্দ্রে কলকাতা পুলিস। কলকাতা পুলিসের একটি প্রদর্শনীর উদ্বোধন করছেন জাল ছবি মামলায় অভিযুক্ত যোগেন চৌধুরী। আর এই ঘটনায় কলকাতা পুলিসের এক শীর্ষ কর্তার মন্তব্যে বিতর্ক আরও জোরদার হয়েছে। আগামী ৭ জানুয়ারি কলকাতা পুলিসের কর্মীদের আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্বোধনে ডাকা শিল্পীকে নিয়েই বিতর্কের সূত্রপাত।
শিল্পী যোগেন চৌধুরীকে নিয়েই বিতর্কের সূত্রপাত। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জাল ছবি সংক্রান্ত মামলার এফআইআরে তাঁর নামে অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছিল। শেষ পর্যন্ত রাজ্য গোয়েন্দা পুলিস বা সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। এমন গুরুত্বপূর্ণ অভিযোগ থাকলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কলকাতা পুলিস।
বিভিন্ন সময়েই কলকাতা পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা রাজনীতিকরণের অভিযোগ উঠেছে। জাল ছবি মামলায় অভিযুক্ত হলেও তাতে গুরুত্বই দিতে নারাজ পুলিসের শীর্ষকর্তা। স্বাভাবিকভাবেই সেই অভিযোগ আরও জোরাল হয়েছে।
First Published: Friday, January 4, 2013, 20:09