এবার আইনি গেরোয় জন

এবার আইনি গেরোয় জন

এবার আইনি গেরোয় জন হামারা বাজাজ নিয়ে বিপাকে পড়লেন জন অ্যাব্রাহাম। সদ্য প্রযোজনায় এসেছেন জন। তাঁর সংস্থা জেএ প্রোডাকশনের প্রথম ছবি ভিকি ডোনর বক্সঅফিসে অভাবনীয় সাফল্য পেলেও দ্বিতীয় ছবি নিয়েই আইনি গেরোয় পড়ে গেলেন জন।

জনের বাইক প্রীতি কারও অজানা নয়। সখ করে তাঁর আগামী ছবির নাম রেখেছিলেন হামার বাজাজ। আর তাতেই তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কপিরাইট ইস্যুতে আইনি নোটিস পাঠিয়েছে বাজাজ অটো। জনের প্রযোজনা সংস্থার কর্মী শীল কুমার এক দৈনিকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, "বাজাজ অটো আমাদের একটা নোটিস পাঠিয়েছে। ছবির নাম হামারা বাজাজ রাখার কারণ ব্যাখ্যা করতে বলেছে। আমাদের এর উত্তর দিতে হবে।"

ভিকি ডোনরের টিম নিয়ে হামারা বাজাজ প্রযোজনা করছেন জন। এই ছবিতে এক উঠতি অভিনেতার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরুানাকে।

First Published: Wednesday, April 10, 2013, 18:13


comments powered by Disqus