Last Updated: June 14, 2012 13:57

ডুয়ার্সের রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে নয়া কৌশল নিলেন আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জন বার্লা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেনের মাধ্যমে আদিবাসীদের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করলেন তিনি। বৃহস্পতিবার মংপংয়ে শিবু সোরেনের সঙ্গে বৈঠক করবেন বার্লা। এ দিকে জিটিএতে মৌজার অন্তর্ভুক্তির বিরোধিতা করে বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ডেপুটেশন দেবেন জয়েন্ট অ্যাকশন কমিটির ২১টি সংগঠনের প্রতিনিধিরা। ডেপুটেশন দেওয়ার আগে মিছিল করবেন কমিটির সদস্য-সমর্থকরা।
First Published: Thursday, June 14, 2012, 13:57