Last Updated: March 28, 2012 16:56

অভিনয়ের পর এবার প্রযোজনায় নামলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম। ছবির নাম `ভিকি ডোনার`। এই ছবিতে প্রযোজনার পাশাপাশি একটি গানে ডান্স পারফর্ম করতেও দেখা যাবে প্রযোজক জনকে। স্পার্ম ডোনেশন, এই বিষয়টিকে পরিচালক সুজিত সরকার তুলে ধরেছেন ছবি ভিকি ডোনারে।
নতুন নতুন চিন্তা ভাবনার ওপর ভর করে হিন্দি ছবির বাজার এখন সরগরম। হোমোসেক্সুয়ালিটি, সারোগেসি, এইডস-এর পর এবার স্পার্ম ডোনেশন। এইভাবেই সামাজিক বিষয়গুলিকে ছুঁতে চাইছেন এই প্রজন্মের পরিচালকরা। এই ছবির মাধম্যেই প্রথম প্রযোজনায় হাত দিলেন জন আব্রাহাম। আর ছবির প্রচারের জন্যও `ভিকি ডোনার` টিম বেছে নিয়েছে এই প্রজন্মকেই। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আয়ুষমান খুরানা ও ইয়ামি গৌতম। এখানে ভিকি অর্থাত্ আয়ুষমান একজন স্পার্ম ডোনার।
ছবিটি চলতি বছরের ১০ অগাস্ট মুক্তি পেতে চলেছে। প্রযোজক হিসেবে জন কতটা সফলতা পায় তা জানতে দর্শকদের অপেক্ষা করতে আরও কিছুদিন।
First Published: Wednesday, March 28, 2012, 16:56