নজিরবিহীন ভাবে জয়েন্ট এন্ট্রান্সে পৌঁছল কম প্রশ্নপত্র

নজিরবিহীন ভাবে জয়েন্ট এন্ট্রান্সে পৌঁছল কম প্রশ্নপত্র

নজিরবিহীন ভাবে জয়েন্ট এন্ট্রান্সে পৌঁছল কম প্রশ্নপত্রনজিরবিহীন ভাবে এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কম প্রশ্নপত্র পৌঁছল। ঘটনাটি ঘটেছে পলতা শান্তিনগর হাইস্কুলে। কি কারণে এতগুলি প্রশ্ন কম পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিরাশিটি প্রশ্নপত্র দেরিতে পৌঁছনোয়  ওই কেন্দ্রে একঘণ্টা দেরিতে শুরু হয় পরীক্ষা।

অর্থাত্ সাড়ে নটার যায়গায় পলতার এই স্কুলে পরীক্ষা শুরু হয় সাড়ে দশটায়।  আর এখানেই তৈরি হয়েছে আশঙ্কা। তিরাশিটি প্রশ্নপত্র দেরিতে পৌঁছনতে এই কেন্দ্রে পরীক্ষা শেষ হবে একঘণ্টা দেরিতে। অর্থাত্ সাড়ে এগারটার বদলে সাড়ে বারোটায় এখানে পরীক্ষা শেষ হয়।

কিন্তু অনান্য কেন্দ্রে দ্বিতীয়ার্ধের পরীক্ষা শুরু হয় সাড়ে বারোটায়। ফলে প্রশ্ন বাইরে বেড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে সেই দাবি মানতে নারাজ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীক সংখ্য একলক্ষ কুড়ি হাজার। শুধুমাত্র একটি কেন্দ্রে এতগুলি প্রশ্ন কম পড়ল তা নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।

First Published: Sunday, April 21, 2013, 14:01


comments powered by Disqus