৫২ বছর পর আইনি স্বীকৃতি পাচ্ছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

৫২ বছর পর আইনি স্বীকৃতি পাচ্ছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

৫২ বছর পর আইনি স্বীকৃতি পাচ্ছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডদীর্ঘ ৫২ বছর পর আইনি স্বীকৃতি পেতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিধানসভার চলতি অধিবেশনেই পেশ হতে চলেছে এই সংক্রান্ত বিল। বিরোধীদের অভিযোগ, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে স্বায়ত্ব শাসন দেওয়া হচ্ছে বলে বিলে দাবি করা হলেও, আদতে তার চাবিকাঠি থাকছে রাজ্যেরই হাতে।

শিক্ষা দফতরের এক নির্দেশিকায় ১৯৬২ সালে তৈরি হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যদিও এতদিন আইনি স্বীকৃতি ছিল না বোর্ডের। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সেই আইনি স্বীকৃতি দিতেই বিধানসভায় পেশ হবে বিল।

নাম দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বিল ২০১৪--

‍১২ সদস্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে স্বীকৃতি দেবে এই বিল।

বোর্ডে থাকছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রেজিস্ট্রার, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, কৃষি এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা, কারিগরি শিক্ষা অধিকর্তা ও তিনজন সাধারণ সদস্য

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রেজিস্ট্রার এবং কন্ট্রোলার অফ এগজামিনেশন এই চারটি পদ পূর্ণ সময়ের। ওই চারজনের বেতন দেওয়া হবে বোর্ডের নিজস্ব তহবিল থেকে ল অফিসার, অ্যাকাউন্টস অফিসার এবং বোর্ডের কর্মীদের নিয়োগ করবে রাজ্য। তাঁদের বেতন দেবে রাজ্য সরকার বোর্ডের চেয়ারম্যান হতে হলে প্রশাসনিক বা শিক্ষা জগতে কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে

ভাইস চেয়ারম্যান হতে গেলে প্রশাসনিক বা শিক্ষা জগতে অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের মেয়াদ চারবছর। রাজ্য সরকার চাইলে তা আরও চার বছর বাড়াতে পারে। প্রতি বছরের ১৫ নভেম্বর বোর্ডের বার্ষিক বাজেট পেশ করা হবে

সারা বছর বোর্ড কী কী কাজ করল তা রাজ্যকে জানাতে হবে। বোর্ডের যে কোনও সিদ্ধান্ত খতিয়ে দেখার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, নার্সিং ও ফিজিওথেরাপিতে প্রবেশিকা পরীক্ষার নিয়ন্ত্রণ থাকবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে।

First Published: Saturday, June 7, 2014, 16:16


comments powered by Disqus