শুরু হল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং

শুরু হল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং

শুরু হল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংসোমবার থেকে শুরু হচ্ছে এবছরের জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং। রাজ্যে এবছরই প্রথম ই-কাউন্সেলিং হতে চলেছে। অর্থাত্ কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ জানাতে পারবে। ইঞ্জিনিয়ারিং-এ প্রায় ৩২ হাজার আসনের জন্য কাউন্সেলিং করা হবে। 

অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক বিষয়কে নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারবে। শুধু তাই নয়, কোনও একটি বিষয় কোন কোন কলেজে ছাত্রছাত্রীরা পড়তে চায় তাও তারা নির্দিষ্টভাবে দেওয়া যাবে ইন্টারনেটে। একজন পরীক্ষার্থীর নাম এআইট্রিপল ই এবং রাজ্য জয়েন্ট দু ক্ষেত্রেই মেধাতালিকায় থাকলে সে দু ক্ষেত্রের জন্যই আবেদন করতে পারবে। তবে এআইট্রিপল ই- র‌্যাঙ্ক অনুযায়ী একজন শুধুমাত্র প্রাইভেট কলেজের জন্য তার পছন্দ জানাতে পারবে।   
 
আবেদন করার শেষ দিন ২৯ জুন। প্রথম কাউন্সেলিং-এর ফল প্রকাশিত হবে ২ রা জুলাই।  তবে তার আগে ১৯ ও ২৫ জুন বোর্ডের তরফে একটি মক লিষ্ট প্রকাশ করা হবে। সেই লিস্ট থেকেই ছাত্রছাত্রীরা আন্দাজ পাবে তাদের আবেদনের ভিত্তিতে কোন কলেজে কী বিষয় তারা পড়ার সুযোগ পেতে পারে। মক লিস্ট দেখে কোনও পরীক্ষার্থী চাইলে তার পছন্দ পরিবর্তনও করতে পারবে। 

 প্রথম কাউন্সেলিং-এর পরে কোনও আবেদনকারীর সিট পছন্দ না হলে সে দ্বিতীয় দফার ও তৃতীয় দফার কাউন্সেলিং -এর জন্য আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে দুটি বা তিনটি লিস্টের মধ্যে থেকে বেছে নেওয়ার আর সুযোগ পাবে না ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে সর্বশেষ লিস্টটিই গ্রহনযোগ্য হবে।    






First Published: Monday, June 11, 2012, 12:14


comments powered by Disqus