Last Updated: April 21, 2013 10:54

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল সাড়ে নটায়। পরীক্ষা চলবে বিকেল চারটে পর্যন্ত। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজার।
এবছর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই পরীক্ষা নিতে চলেছে বোর্ড। ফিজিক্স ও কেমিস্ট্রি দুটি পত্রেরই আলাদা আলাদা পরীক্ষা হবে। প্রতিটি পত্রের পরীক্ষার মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি। অন্যদিকে এবছর ভুয়ো পরীক্ষার্থী আটকাতে একাধিক ব্যবস্থা নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যার মধ্যে অন্যতম অ্যাটেন্ডেন্স সিটে পরীক্ষার্থীর ছবি থাকা। মোট তিনবার পরীক্ষার্থীর টিপ সই ও পরীক্ষার মাধ্যমে ভুয়ো পরীক্ষার্থী সনাক্তের ব্যবস্থা করেছে বোর্ড।
First Published: Sunday, April 21, 2013, 10:54