জয়েন্টের মেডিক্যালের কাউন্সিলিংও এবারে অনলাইনে

জয়েন্টের মেডিক্যালের কাউন্সিলিংও এবারে অনলাইনে

জয়েন্ট এন্ট্রাসের মেডিক্যালের কাউন্সিলিং এবার থেকে অনলাইনে শুরু হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনলাইন কাউন্সিলিং আগেই শুরু হয়েছিল। এবার মেডিক্যালের ক্ষেত্রেও অনলাইন কাউন্সিলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হল।

এর আগে কাউন্সিলিংয়ের দায়িত্ব পালন করত রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিভাগ। এবার থেকে এই দায়িত্বভার সামলাবে জয়েন্ট এন্ট্রাস বোর্ড। কাউন্সিলিং প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার জন্যই মেডিক্যালেও অনলাইন কাউন্সিলিং শুরু করা হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। ইঞ্জিনিয়রিংয়ের কাউন্সিলিং-এর দায়িত্ব আগেই নিয়ে নিয়েছিল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড। এবার মেডিক্যাল কাউন্সিলিং-এর দায়িত্বও চলে গেল সরাসরি বোর্ডের হাতেই। আগামী বছর থেকেই এই নিয়মেই হবে কাউন্সিলিং।

First Published: Friday, December 27, 2013, 00:26


comments powered by Disqus