এবার হকার সমস্যায় থামল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প

এবার হকার সমস্যায় থামল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প

এবার হকার সমস্যায় থামল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পরাজ্য বাজেটে নতুন হকারনীতি ঘোষণার জেরে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প ঘিরে আরও জটিলতা সৃষ্টি হল। বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র হকারদের এককালীন লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে, জোকা-বিবাদী বাগ মেট্রো স্টেশনের জন্য জমি সমীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে অধিকাংশ জমিই হকারদের দখলেই রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ স্পষ্টই জানিয়ে দিয়েছে, হকারদের অন্যত্র সরানো সম্ভব না হলে এগোবে না মেট্রো প্রকল্পের কাজ। আর হকার পুনর্বাসন পুরোপুরি রাজ্যের দায়িত্ব। ফলে, সবমিলিয়ে রাজ্যের হকার নীতির জেরে কার্যত বিশ বাঁও জলে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ।

First Published: Thursday, March 14, 2013, 14:34


comments powered by Disqus