Last Updated: April 7, 2013 12:27

নিহত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর বাবার সঙ্গে দেখা করতে এলেন আক্রান্ত ছাত্র জোসেফ হোসেনের বাবা আজাদ হোসেন। ছেলেকে দেখতে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছেন তিনি। সুদীপ্তের বাড়িতে এসে তিনি জানিয়েছেন ভবিষ্যতে এসআফআইকে তাঁরা সর্বোত ভাবে সাহায্য করবেন। তাঁর সঙ্গে সুদীপ্তের মৃত্যুর সঠিক বিচার চাইলেন তিনি।
গত মঙ্গলবার চারটি বামপন্থী ছাত্র সংগঠনের আইনঅমান্য কর্মসূচী থেকে যোগ দিতে গিয়ে পুলিসের মারে মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তর। ওই একই কর্মসূচীতে যোগ দিতে এসে আহত হন মুর্শিদাবাদের ছাত্র নেতা জোসেফ হোসেন।
পুলিসের লাঠিতে বাসের কাচ ভেঙে তাঁর হাতে ঢুকে যায়। ছিঁড়ে যায় ডান হাতের শিরা, ধমনী, স্নায়ু, মাংসপেশী। প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ ও পরে সিএমআরআই হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
First Published: Sunday, April 7, 2013, 16:25