Jotirirmoy gets bail

জামিন পেলেন জ্যোতির্ময়

জামিন পেলেন জ্যোতির্ময়কেরোসিনকাণ্ডে ১০০ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন পেলেন জ্যোতির্ময় নন্দী। পুলিস হেফাজতের মেয়াদ শেষে আজ ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয় জ্যোতির্ময় নন্দীকে। মহাকরণে কেরোসিনকাণ্ডে গত শনিবার গ্রেফতার করা হয় তাঁকে। এই গ্রেফতারি ঘিরে বিস্তর জলঘোলা হয়। ইতিমধ্যে হোম পাবলিকেশন দফতরের রেজিস্ট্রার বিস্ময় রায় স্বরাষ্ট্রসচিবকে দেওয়া রিপোর্টে জানিয়েছেন, জ্যোতির্ময় নির্দোষ। গতকালই এই রিপোর্ট জমা পড়ে গেলেও পুলিস হেফাজত থেকে বেরোতে পারেননি জ্যোতির্ময় নন্দী।

আজ ব্যাঙ্কশাল কোর্টে সরকারি আইনজীবী জানান, ধৃতকে আর নতুন করে জেরা করার কিছু নেই। অভিযুক্তের আইনজীবী বলেন, জ্যোতির্ময় নন্দী নাশকতার চেষ্টার সঙ্গে যুক্ত এমন কোনও প্রমাণ মেলেনি। এরপর বিচারক একশ টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেন। গত শুক্রবার রাতে মহাকরণে আগুন লাগানোর চক্রান্তের অভিযোগে জ্যোতির্ময় নন্দীকে গ্রেফতার করেছিল পুলিস। প্রশাসনের কর্তারা দাবি করেছিলেন, কেরোসিন ছড়িয়ে মহাকরণে আগুন লাগানোর ছক ছিল জ্যোতির্ময়ের।


First Published: Friday, December 6, 2013, 18:42


comments powered by Disqus