চতুর্থ স্থানে শেষ করলেন জয়দীপ

চতুর্থ স্থানে শেষ করলেন জয়দীপ

চতুর্থ স্থানে শেষ করলেন জয়দীপএকটুর জন্য পদক হাতছাড়া বাংলার শুটার জয়দীপ কর্মকারের। পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোনের ফাইনালে ৬৯৯.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে শেষ করলেন জয়দীপ। গগন নারাং আগেই ইভেন্ট থেকে ছিটকে যাওয়য় প্রত্যাশা তৈরি জয়দীপকে ঘিরে। ৫৯৫ পয়েন্ট পেয়ে ফাইনালে পৌঁছন জয়দীপ। প্রথমে যুগ্ম ভাবে চার নম্বর স্থানে থেকে ইভেন্টে শেষ করেন জয়দীপ। তারপর শুটআউটের মাধ্যমে ফাইনালে ওঠার ছাড়পত্র পান তিনি।

এরই পাশাপাশি ৫০০ মিটার এয়ার পিস্তলে অলিম্পিক রেকর্ড ভেঙে ফাইনালে উঠলেন বিজয় কুমার। কিছুক্ষণ পরেই পদক জয়ের লড়াইয়ে নামবেন তিনিও।






First Published: Friday, August 3, 2012, 17:12


comments powered by Disqus