Last Updated: April 17, 2012 12:17

নোনাডাঙা এবং কার্টুন বিতর্ক। দুটি ঘটনাতেই দুজন অধ্যাপককে গ্রেফতার করেছিল পুলিস। মঙ্গলবার শহরের দু'জায়গায় এই গ্রেফতারের প্রতিবাদে মিছিল করলেন শহরের বুদ্ধিজীবীরা।
ব্যঙ্গচিত্র কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের হেনস্থা ও গ্রেফতারির প্রতিবাদে আজ দুপুর তিনটেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ভবন থেকে শুরু হয় মিছিল। মিছিলের ডাক দেন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মিছিলে অধ্যাপক, শিক্ষাকর্মী এবং শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিলও। মিছিল শেষ হয় হাজরা মোড়ে। রাজ্যে সার্বিক ভাবে শিক্ষকদের বাক্-স্বাধীনতা খর্ব হওয়ার বিরোধিতায় আগামিকালও একটি মিছিলের ডাক দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।
অন্যদিকে, বন্দীমুক্তি কমিটির উদ্যোগে আরেকটি মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মিছিল শুরুর আগে কলেজ স্কোয়ারে একটি সভা অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ছোটন দাস, তরুণ সান্যাল সহ আরও বিশিষ্ট বুদ্ধিজীবীরা। মিছিলটি শেষ হয় সুবোধ মল্লিক স্কোয়ারে।
এর আগে, সোমবারই এই দুটি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামেন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। সাংস্কৃতিক মঞ্চ তূনীরের আয়োজনে এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ওয়াসিম কপূর, পবিত্র সরকার, আজিজুল হক, চন্দন সেন, সইতা হালিম, গৌতম গুপ্ত সহ বিশিষ্ট বুদ্ধিজীবিরা।
একই দিনে অপর একটি প্রতিবাদ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন এপিডিআর। সেই মঞ্চ থেকেও সরকারের সমালোচনায় সরব হন এমন অনেকেই যাঁরা এক সময় ছিলেন পরিবর্তনের পক্ষে।
সাহিত্যিক মহাশ্বেতা দেবীও প্রতিবাদকারীদের সমর্থন করে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, সরকার যেন সহানুভূতিশীল হয়। এর অন্যথা হলে তাঁকেও প্রতিবাদের রাস্তা নিতে হবে বলে জানিয়েছেন মহাশ্বেতা দেবী।
First Published: Tuesday, April 17, 2012, 19:59