আইনজীবীর হাতে নিগৃহিত কিশোরী

আইনজীবীর হাতে নিগৃহীত কিশোরী

Tag:  Judge court molest girl
আইনজীবীর হাতে নিগৃহীত কিশোরীআইনরক্ষকের হাতেই ঘটল নিগ্রহের ঘটনা। তাও আবার এজলাসের মধ্যেই। উত্তরপ্রদেশের গন্ডা জেলায় আদালতে এক বিচারকের বিকৃত যৌন লালসার শিকার হলেন এক কিশোরী ও এক মহিলা। অভিযোগ, এজলাসে জবানবন্দী দেওয়ার সময় ওই কিশোরী ও মহিলার শ্লীলতাহানি করেন বিচারক।

গন্ডার বাসিন্দা এই দুই বান্ধবী গত সপ্তাহে দুই পুরুষবন্ধুর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। চলতি সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় পুলিস তাদের উদ্ধার করে। এরপর জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পেশ করা হলে সেখানেই তারা নিগৃহীত হন বলে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে এলে সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা বিচারকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।






First Published: Thursday, January 24, 2013, 19:30


comments powered by Disqus