Last Updated: November 19, 2013 14:38
অরুণাভ ঘোষের দায়ের করা মামলা প্রসঙ্গে আইনজীবীদের কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে আইনজীবীরা প্রভাব খাটিয়ে নির্দেশ আদায় করেন, তাঁদের আইনের প্রাথমিক পরীক্ষায় বসা উচিত। আদালতের এই কড়া পর্যবেক্ষণে আরও কোণঠাসা আইনজীবী তথা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়।
সাত দিনের মধ্যে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত স্পিকারের বিরুদ্ধে মন্তব্য করে তাঁর মানহানি করেছেন আইনজীবী অরুণাভ ঘোষ। এই মর্মে আলিপুর আদালতে মামলা করেন আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর প্রভাব খাটিয়ে নির্দেশ আদায়ের মত গুরতর অভিযোগ করেন খোদ দক্ষিণ চব্বিশ পরগনার সিজেএম।
First Published: Tuesday, November 19, 2013, 14:40