Last Updated: February 19, 2013 21:18

ক্যাট, বেবোর জুতোয় এবার পা গলালেন প্রিয়াঙ্কাও। সঞ্জয় গুপ্তার আগামী ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে আইটেম নম্বর করতে রাজি হয়েছেন প্রিয়াঙ্কা। তিনি এবার বদমাশ বিল্লি।
টুইটারে প্রিয়াঙ্কার ভক্তদের উদ্দেশে সঞ্জয় লিখেছেন, "প্রিয়াঙ্কা চোপড়া! আমাদের রেট্রো আইটেম নম্বরে নাচবেন প্রিয়াঙ্কা...বাবলি বদমাশ হ্যায়, অনু মালিক সঙ্গীত পরিচালক।" একটি দৈনিক সূত্রে খবর, প্রিয়াঙ্কার শর্ত ছিল গানে কোনও রকম গালাগালি বা যৌন উদ্দীপক শব্দ থাকা চলবে না। সেই অনুযায়ী তিনটে গান দেওয়া হয় তাঁকে। তার মধ্যে থেকে বাবলি বদমাশ হ্যায় বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা। গানটি গাইবেন সুনিধি চৌহান।
পয়লা মে মুক্তি পাচ্ছে শুটআউট অ্যাট ওয়াডালা। ছবিতে রয়েছেন জন অ্যাব্রাহাম, অনিল কপুর, কঙ্গনা রওনাত, সোনু সুদ, মনোজ বাজপায়ী ও তুষার কপুর।
First Published: Tuesday, February 19, 2013, 21:18