Last Updated: July 19, 2013 18:34

ভারতের ৪০তম প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন তামিলনাড়ুর সথশিবম। আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিচারপতি সথশিবমকে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদে নিযুক্ত করেন।
গত কালই বিচারপতি আলতামাস কবীর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছেন।
সুপ্রিমকোর্টের আগে বিচারপতি সথশিবম পাঞ্জাব ও হরিয়াণা হাইকোর্টেও বিচারপতি হিসাবে কাজ করেছেন।
First Published: Friday, July 19, 2013, 18:37