Last Updated: April 23, 2013 11:35

চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ শরন ভার্মা। সোমবার গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। চলন্ত বাসে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর সারা দেশের নারী নিরাপত্তা, যৌন নির্যাতন ও এই প্রসঙ্গে কঠোরতর আইন প্রণয়ন নিয়ে যে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছিল তাঁর নেতৃত্বে ছিলেন জাস্টিস ভার্মা।
যেখানে অন্য সমস্ত কমিটি গুলি রিপোর্ট প্রকাশে বছরের পর বছর অতিবাহিত করে ফেলে সেখানে ভার্মা কমিশন মাত্র ২৯দিনের মধ্যে যুগান্তকারী রিপোর্ট প্রকাশ করে।
১৯৩৩-এর ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন জাস্টিস ভারররমা। ১৯৯৭-৯৮-এ অবসর গ্রহণের আগে পর্যন্ত তিনি শীর্ষ আদালতের মুখ্যবিচারক ছিলেন। এর আগে মধ্যপ্রদেশ ও রাজস্থান হাইকোর্টেও মুখ্যবিচারক হিসাবে তিনি কাজ করেছেন।
জাতীয় মানবাধিকার কমিশন ও নিউস ব্রডকাস্টিং স্ট্যানডার্ডস অথোরিটির চেয়ারপার্সেন হিসাবেও কাজ করেছেন তিনি। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বিচারপতি ভার্মার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
First Published: Tuesday, April 23, 2013, 11:35