দিল্লি গণধর্ষণে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা গঠন

দিল্লি গণধর্ষণে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা গঠন

দিল্লি গণধর্ষণে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা গঠন দিল্লি গণধর্ষণ কাণ্ডে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করল জুভেনাইল জাস্টিস বোর্ড। বিচারপতি গীতাঞ্জলি গোয়েল ১৭ বছরের অভিযুক্তর বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, অপহরণ, খুনের চেষ্টা ও প্রমাণ লোপাটের মামলা গঠনের নির্দেশ দিয়েছেন। আগামী ৬ মার্চ শুনানির দিন ধার্য করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড।

দিল্লি গণধর্ষণ ছাড়াও ওই অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণের রাতেই অন্য একটি অপরাধে যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে। ওই রাতেই(১৬ ডিসেম্বর, ২০১২) একজন সব্জি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলার শুনানি শুরু হবে আগামী ১‍২ মার্চ। দুই ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। এর আগে জুভেনাইল বোর্ডের কাছে পেশ করা পুলিসি রিপোর্টেও তার বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, অস্বাভাবিক যৌনতা, ডাকাতি ও প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছিল। দিল্লি গণধর্ষণ কাণ্ডের বাকি ৫ অভিযুক্তর বিরুদ্ধেও ফাস্টট্র্যাক কোর্টে একই মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী কৃষ্ণা তিরথ এ দিন রাজ্যসভায় জানিয়ে দিয়েছেন এখনও জুভেনাইল নির্ধারণের বয়সের সীমা কমানো হচ্ছে না।

First Published: Thursday, February 28, 2013, 17:47


comments powered by Disqus