Last Updated: April 29, 2012 22:48

প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে দুটি ইভেন্টে যোগ্যতা অর্জন করতে চলেছেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গুট্টা। অলিম্পিকে ডাবলস এবং মিক্সড ডাবলস দুটি বিভাগেই যোগ্যতা অর্জন করতে চলেছেন জোয়ালা। পরের মাসে বিশ্ব র্যাঙ্কিং ঘোষণা হওয়ার পর এই বিষয়ে সরকারী ভাবে ঘোষণা হবে।
এর আগে ১৯৯২-এ বার্সেলোনা গেমসে ভারতের বিমল কুমার এবং দিপঙ্কর ভট্টাচার্য সিঙ্গলস এবং ডাবলস খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও তাঁরা দুজনেই সিঙ্গলসে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তাই জোয়ালা গুট্টাই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে এই নজির গড়তে চলেছেন।
First Published: Sunday, April 29, 2012, 22:48